আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধকল্পে ইমাম ও আলেম সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম এর সভাপতিত্বে, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী, উপজেলা মেডিকেল অফিসার (এমওডিসি,ইউএইচসি) ডাঃ আবুল আলা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমির হোসেন, ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা জামে মসজিদের খতিব শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার ইদ্রিস আলীর সঞ্চালনায় বক্তাগণ বলেন, ইসলাম শান্তির ধর্ম, পৃথিবীর কোন ধর্ম বা ধর্মগ্রন্থ মানুষ হত্যা করা সমর্থন করে না। সন্ত্রাসীদের কোন ধর্ম নেই, সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করা কোন ধর্মপ্রাণ মানুষের কাজ হতে পারেনা। ধর্ম মানুষকে ভালোবাসতে শিক্ষা দেয় এবং মানুষের পবিত্র অনুভূতি জাগ্রত করে। মানুষের চিন্তা চেতনা পরিমার্জিত করে মননশীলতাকে উদার ও মানবিক হিসেবে গড়ে তুলে। সন্ত্রাস ও জঙ্গীবাদ পৃথিবীর শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে । যে কোন মূল্যে সমাজ থেকে সন্ত্রাস জঙ্গীবাদের মতো ভয়ঙ্কর দানবকে চিরতরে উচ্ছেদ ও নির্মূল করতে হবে। পাশাপাশি কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইমাম ও আলেমদেরকে মসজিদে সাধারণ মানুষকে সচেতনতার দিক নির্দেশনা প্রদান করেন বক্তারা।
উল্লেখ্য, উপজেলার বিভিন্ন মসজিদ থেকে ১শত ইমাম ও আলেম উক্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।