আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সুজন সেন (৩২) নামের এক শিক্ষানবীশ আইনজীবীর বিরুদ্ধ রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। বেতগাড়া কাজিফার্ম হতে মির্জাগঞ্জ যাওয়ার কাঁচা রাস্তাটির ধারের ইউক্যালিপ্টাস গাছ সুজন বিভিন্ন সময় কেঁটে নেয় বলে এলাকাবাসী অভিযোগ করে।
জোড়াবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন অভিযোগ করে বলেন, গত শনিবার (২৭ ফেব্রুয়ারী) সকালে সুজন ওই রাস্তার চারটি ইউক্যালিপ্টাস গাছ কেটে নিয়ে যায়। এর আগেও সুজন ওই রাস্তার গাছ কেটেছিল।
সুজন রায় গাছ টাকার বিষয়টি স্বীকার করে জানান, ওই গাছগুলো আমি লাগিয়েছি। তাই আমি কেটেছি।
এ বিষয়ে জোড়াবাড়ি ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ওই রাস্তাটি আমাদের ইউনিয়ন পরিষদের আওয়াভুক্ত নয়।
উপজেলা বনবিভাগ কর্মকর্তা রেজাউল করিম জানান, গাছগুলো কাটার বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, বিষয়টি দেখছি। রাস্তার গাছ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।