আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শাওন হিমাগারে এজেণ্ট আলু চাষী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় আন্ধারু মোড়ে হিমাগারের ব্যস্থাপনা পরিচালক ও ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক লিঃ রংপুর জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেণ্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস। বিশেষ অতিথি হিসেবে ইসলামী ব্যাংক লিঃ নীলফামারী শাখার ভাইস প্রেসিডেণ্ট আনোয়ার হোসেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আঃ রউফ প্রামানিক, লিগ্যার এ্যাডভাইজার এ্যাড. শহিদুল ইসলাম শাহ, হিমাগারের পরিচালক শাহেদ ইসলাম শাওন, কৃষিবিদ সুবাস চক্রবর্তী, ব্যবস্থাপক জাহিদুল হক উপস্থিত ছিলেন।
এ সময় এজেণ্ট রেজাউল ইসলাম, প্রফুল্ল্য দাস, ব্যবসায়ী আমিনুর রহমান, মাহাফুজুর রহমান, হিসাবরক্ষক কাজী সামসুল হুদা, আব্দুল হাই প্রমুখ বক্তব্য রাখেন।
মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু বলেন, এবার মৌসুমে সফল চাষীকে ২ লক্ষ, ২য় চাষী ১ লক্ষ ও ৩য় চাষীকে ৫০ হাজার টাকা পুরস্কার প্রদানের ঘোষণা প্রদান করেন। হিমাগারটি সুষ্ঠুভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।