আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা শাখার কমান্ডার নুরন নবী, পৌর কমান্ডার ইলিয়াস হোসেন, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, শিক্ষাবিদ আবু সুফিয়ান লেবু প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ৭১ সালের এই দিনে বুদ্ধিজীবীদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে একশত বছর পিছিয়ে দিয়েছে। এই দিনকে ভুলে গেলে চলবে না। জাতির জন্য এটা কালো অধ্যায়। উপস্থিত শতাধিক শিক্ষার্থীদের এই দিনের ইতিহাস জানার অনুরোধ করেন বক্তারা । বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ বাস্তবায়ন করে গেছেন। এখন উন্নত বাংলাদেশ গড়তে হবে। আলোচনা শেষে সকল শহিদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।