আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
মঙ্গলবার (১৮আগস্ট) ডোমার কেন্দ্রীয় হরিসভা মন্দিরে এ অনুষ্ঠানের আয়োজন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডোমার উপজেলা শাখা। অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডোমার উপজেলা শাখার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বাবু শ্রী মন্টু কুন্ডু। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ডোমার উপজেলা শাখার আহবায়ক বাবু রামকৃষ্ণ বর্মনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি বাবু মনোরঞ্জন রায়, সাধারণ সম্পাদক বাবু দিলিপ মূখার্জি, পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক অমর জিৎ সিংহ, তাপস কুমার অধিকারী উপস্থিত ছিলেন। উক্ত প্রতিযোগিতায় ১৫জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এতে শঙ্খধ্বনিতে প্রথম চম্পা রাণী, দ্বিতীয় রঞ্জিতা অধিকারী, তৃতীয় মঞ্জুশ্রী রায় এবং উলুধ্বনিতে প্রথম নিপা রাণী, দ্বিতীয় চন্দনা রায়, তৃতীয় তৃপ্তি অধিকারী বিজয়ী হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।