ডোমার (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী ডোমারে ল্যাম্বের প্রজেক্ট ক্লোজিং সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ শো প্রকল্প। ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু’র সভাপতিত্বে অতিথি হিসেবে, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আবু আলম, চান্দখানা জিআর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য আনোয়ারা বেগম, শিরিন মঞ্জিল, মোকছেদুল আলম, দুলাল হোসেন শাহ্, জিয়াউর রহমান, ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডার আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কো-অর্ডিনেটর আব্দুস সালাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রকল্পের এমএন্ডইডিও জয়ন্ত কুমার কর্মকার। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ২০১৬ সাল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত মা ও শিশুর স্বাস্থ্যের উন্নয়নের জন্য পাড়ায় পাড়ায় গর্ভবতী মায়েদের নিয়ে উঠান বৈঠক, বাবাদের নিয়ে সভা, কিশোর কিশোরী সভা, সচেতনতা মূলক গণ নাটক পরিবেশন, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, নিরাপদ ও স্বাভাবিক প্রসব, প্রসব পরবর্তী সেবাসহ নানামুখী কর্মসূচি পরিচালনা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে। ২০১৯ সালের ৩১ডিসেম্বর প্রকল্পের মেয়াদ শেষ হবে। ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের কার্যক্রম/ নিরাপদ প্রসব সেবা চালু রাখার জন্য বিভিন্ন মহল থেকে তহবিল সংগ্রহ করে একটি ব্যাঙ্ক হিসাব চালু করে তাতে ৩৭ হাজার টাকা জমা করা হয়েছে বলে ইউপি চেয়ারম্যান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।