আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে কলেজপাড়া লায়ন সংঘের ২৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১১টায় লায়ন সংঘ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সন্ধ্যায় ক্লাবের হলরুমে প্রতিষ্ঠাতাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। পরে এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি ডেন্টিস ওমর ফারুকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল আলিম লেনিনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লায়স সংঘের উপদেস্টা ও সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, উপদেষ্টা মোমিনুল ইসলাম লিথু, সাংবাদিক আনিছুর রহমান মানিক, আলমগীর হোসেন, রতন রায়। এ সময় সংগঠনের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম আকাশ, বরকত উল্লাহ, সংগঠক জীবন প্রধান, আবুল কালাম, রোস্তম আলী, হাসান ফারুক, দয়াল প্রমুখ বক্তব্য রাখেন।
প্রধান উপদেষ্টা ও মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু জানান, '১৯৯৬ সালে ১৫ জন সদস্য নিয়ে লায়ন সংঘ গঠন করা হয়। হাটিহাটি পা পা করে আজ সফলতার সাথে ২৭ বছরে পর্দপণ করলো। দেশের স্বাধীনতা ও জাতীয় দিবস পালনসহ ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নে ক্লাবটি ব্যাপক ভুমিকা রাখছে। আগামীতে সাধারণ সদস্যদের ঋণ কর্মসূচির আওতায় এনে সমাজ উন্নয়নে সংগঠনটি বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।