আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে লবণ নিয়ে গুজব ছড়ানো ও উচ্চ মূলে বিক্রির দায়ে ৫ দোকানীকে আটক করেছে ডোমার থানা পুলিশ। ভ্রাম্যমাণ আদালতে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৯নভেম্বর) দুপুরে হঠাৎ করে গুজব উঠে লবণের দাম পেঁয়াজের মতো বৃদ্ধি হবে। বিষয়টি ছড়িয়ে পড়লে অনেক দোকানী বেশি দামে লবণ বিক্রি শুরু করে। ঘটনার পরেই ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের নেতৃত্বে একদল পুলিশ এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৫ দোকানীকে আটক করে। আটকরা হলেন, ডোমার কলেজ পাড়া এলাকার মজিবর রহমানের ছেলে আনোয়ার হোসেন (৫৫), ছোট রাউতা বাসস্ট্যাণ্ড এলাকার মৃত নিমাই মালাকারের ছেলে মঙ্গল মালাকার (৫০), ছোট রাউতা আন্ধারু মোড় এলাকার দুলাল কর্মকারের ছেলে চঞ্চল কর্মকার (১৯), বোড়াগাড়ী বাজার থেকে দক্ষিণ মটুকপুর ্এলাকার মৃত হোসেন আলীর ছেলে রুবেল ইসলাম (৪৫), বোড়াগাড়ী বাজার এলাকার মৃত আকবর আলীর ছেলে আজগার আলী (৪৮)। সে সময় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকারে আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবে প্রত্যেক দোকানদারকে ৫ হাজার টাকা করে মোট ২৫হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সচেতন মহল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।