আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ১০চাকার ট্রাক চলাচল বন্ধ, রাস্তা সংস্কার ও বিদ্যুৎ সমস্যা সমাধানের দাবীতে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২জুলাই) সকাল ১১টায় ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন প্রতিবাদী ডোমারবাসী।
মানববন্ধনের সভাপতি উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আসাদুজ্জামান চয়ন বলেন, রাস্তা সংস্কার না হওয়া পর্যন্ত তেঁতুলিয়া থেকে ছেড়ে আসা ১০ চাকার ট্রাক চলাচল বন্ধ, ডোমার ফায়ার স্টেশন হতে বড়রাউতার মোড় পর্যন্ত ভাঙ্গা রাস্তা সংস্কার, বিদ্যুৎ বিভ্রাট সমস্যা আগামী ১৫দিনের মধ্যে সমাধান না হলে, ১৬দিনের মাথায় ডোমার মুক্তিযোদ্ধা অফিসের সামনে প্রতিবাদী জনতাকে নিয়ে দাবী পূরণ না হওয়া পর্যন্ত আমরণ কর্মসূচির ঘোষণা দেন তিনি। বৃষ্টিতে ভিজে শতশত জনতা ও দোকানদারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এ মানববন্ধনে একাত্বতা ঘোষণা করেন। পৌরসভা সড়কের বেহাল অবস্থা,শহরের মূল সড়কে অতিরিক্ত মালপত্র নিয়ে ১০ চাকার ট্রাক চলাচলে বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি, শহরে ড্রেনেজ অব্যবস্থাপনার কারণে বর্ষায় প্রায় ৭/৮ বছর ধরে পানি জমে থাকায় অহরহ দুর্ঘটনার শিকার হচ্ছে স্কুলগামী শিশু ও পথচারীরা। সড়কটি কাঁদা পানি ও খানা- খন্দকে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
ডাঃ ওমর ফারুকের সঞ্চলনায় সমাজ সেবক গোলাম কুদ্দুস আইয়ুব, নুরুজ্জামান বাবলা, ডোমার রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি প্রভাষক আবু ফাত্তাহ কামাল পাখী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন সোহাগ, ইয়াসিন মোহাম্মদ সিথুন, ছাত্রনেতা রাশেদুজ্জামান আপেল, এমডি সুমন আহমেদ, মানু ইসলাম, শামিম আশরাফি প্রমূখ বক্তব্য রাখেন। বক্তাগণ স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসনের রপর ক্ষিপ্ত হয়ে প্রতিবাদী কন্ঠে বিদ্যুৎ সমস্যা সমাধান, রাস্তা সংস্কার ও ১০ চাকার ট্রাক চলাচল বন্ধের জোর দাবী জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।