আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রওশন কানিজ এর স্বামী সদর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমিনুর রহমানের মুরগীর খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী।
করোনা দুর্যোগে মসজিদ সংলগ্ন আবাসিক এলাকা হতে খামারটি অন্যত্র সরানোর দাবিতে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের নিকট ৩১ জনের স্বাক্ষর করা একটি লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী। ডোমার সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জুম্মাপাড়া এলাকায় খামারটি অবস্থিত।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকাবাসীর প্রবল আপত্তি সত্ত্বেও জুম্মাপাড়া জামে মসজিদের সাথে লাগানো আবাসিক এলাকায় ব্রয়লার ও সোনালী মুরগীর খামার স্থাপন করেন কৃষক লীগ সভাপতি আমিনুর রহমান। খামারে বর্তমানে ৩ হাজারের বেশি মুরগী রয়েছে। খামারের মুরগীর বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। মসজিদের মুসল্লিদের নামাজ আদায়ে সমস্যাসহ করোনা দুর্যোগে স্বাভাবিক জীবনযাত্রা বিঘ্নিত ও বিভিন্ন রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে এলাকাবাসী। তারা দ্রুত মুরগীর খামারটি অন্যত্র সরিয়ে নেওয়ার দাবি জানান।
খামারী সদর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি ও নারী ভাইস চেয়ারম্যানের স্বামী আমিনুর রহমান বলেন, আমার জমিতে আমি মুরগির খামার করেছি। এখানে কার কী? ব্রয়লার মুরগি বিক্রি করেছি। বর্তমানে সোনালী মুরগি রয়েছে।
উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রওশন কানিজ বলেন, মুরগির খামারের জন্য যদি কারো সমস্যা হয়, তাহলে আমি ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম জানান, মুরগির খামারের জন্য এলাকাবাসীর সমস্যা হলে অন্যত্র সরানো হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।