আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নিজবাড়ী হতে মাদক সম্রাট মিজানুর রহমান (৪৮) এর রহস্যজনক মৃতদেহ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
মিজানুর রহমান চিহ্নিত মাদক ব্যবসায়ী শাহিদা বেগম রুপার স্বামী ও ডোমার পৌর এলাকার ৪নং ওয়ার্ডের ছোটরাউতা কাজিপাড়া গ্রামের মৃত রেয়াজুল ইসলাম ভাদু’র ছেলে। সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। বুধবার (২১ এপ্রিল) রাত ৮টায় ডোমার থানা পুলিশ সংবাদ পেয়ে কাজিপাড়াস্থ মিজানুর রহমানের বাড়ী থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে কে বা কাহারা হত্যা করে চেয়ারে বসিয়ে রেখেছে। অপরদিকে জিজ্ঞাসাবাদের জন্য ছোটরাউতা গোডাউনপাড়া এলাকার মৃত হাকিম উদ্দিন টেপেরুর ছেলে আবু তালেব (৫৫) কে আটক করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আজ বৃহষ্পতিবার মিজানুরের মৃতদেহ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।