আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে জাতির জনক বঙ্গবন্ধু মেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলা মহিলালীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় মুক্তিযোদ্ধা স্মৃতি কিন্ডার গার্টেন মাঠে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন, নীলফামারী জেলা মহিলালীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম হেনা। এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক রত্না সিন্হা, উপজেলা মহিলালীগের যুগ্ম আহবায়ক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মেহেরুন আক্তার পলিন, ইউনিয়ন সভাপতি দিপালী রাণী, তাছমিন আক্তার, পেয়ারা বেগম, শিল্পী আক্তার, ফজিলা বেগম, কহিনুর বেগম, রেনুকা বালা, আফরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। এতে তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বঙ্গবন্ধুর হত্যাকারীদের দ্রুত বিচারের জোর দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।