আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত রোববার (২৬মার্চ) সূর্যোদয়ের সাথে ডোমার হাইস্কুল মাঠে পুলিশ প্রশাসনের পক্ষে তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়। পরে হৃদয়ে স্বাধীনতা স্মৃতিস্তম্ভে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পুলিশ প্রশাসনের পক্ষে সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ, রাজনৈতিক দল বাংলাদেশ আ’লীগ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় পাটি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন শহিদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
সকাল ৮টায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে জাতীয় পতাকা উত্তেলন শেষে ডিসপ্লে ও কুচকাওয়াজ প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও আনসার ভিডিপি’র সদস্যগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পূবণ আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী- ১ ডোমার-ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানা অফিসার ইনচার্জ মাহামুদ উন-নবী, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।