আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে যথাযথ মর্যদায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত শুক্রবার (১৬ডিসেম্বর) ভোর ৬টায় ডোমার হাইস্কুল মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলন করে দিবসটির সূচনা করেন ডোমার- ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার। সূর্যোদয়ের সাথেই হৃদয়ে স্বাধীনতা চত্বরে সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন করে পুস্পমাল্য অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান তোফায়েল আহমেদ, ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার থানার পক্ষে সহকারী পুলিশ সুপার (সার্কেল) আলী মোহাম্মদ আব্দুল্লাহ, পুলিশ পরিদর্শক মাহামুদ উন নবী, পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরননবী, আব্দুল জব্বার, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড.মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মনজুরুল হক চৌধুরী, স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. রায়হান বারী, বিএনপি, জাপা, ডোমার প্রেসক্লাব, নাট্য সমিতি, সাহিত্য ও সংস্কৃতি পরিষদসহ বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠন শহিদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। পরে সকাল ৮টা. ৩০ মিনিটে উপজেলা পরিষদ মাঠে প্যারেড, কুচকাওয়াজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ডিসপ্লে প্রদর্শন করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।