আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী>>
নীলফামারীর ডোমারে মাদক সেবন ও সরকারি জায়গা দখলের দায়ে ৩ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
থানা সূত্রে জানা যায়, বুধবার (৯ অক্টোবর) রাতে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্ব দেব রায় ও এসআই হামিদুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলা পরিষদ এলাকা থেকে ২ মাদকসেবীকে আটক করে। অপরদিকে, গভীর রাতে উপজেলা পরিষদের ময়দান এলাকায় সরকারি জায়গা দখলের সময় ১ ব্যক্তিকে আটক করে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে ফাতিমা ঘটনা স্থলে গিয়ে মাদকসেবী উপজেলার ছোটরাউতা ডাঙ্গা পাড়া ৯নং ওয়ার্ডের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মজনু মিয়া (২০) ও হরিণচড়া ইউনিয়নের উত্তর হরিণচড়া কলির স্কুল এলাকার আমিনার রহমানের ছেলে রশিদুল ইসলাম (২৪) কে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) এর ২১ ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। সরকারি জায়গা দখলের চেষ্টায় দঃবিঃ ১৮৮ ধারায় ডোমার ছোট রাউতা ময়দান পাড়া এলাকার মৃত অফির উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৪৯) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান সাজার বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্তদের বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।