আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ভোগ্যপণ্য সমবায় সমিতির টাকা ফেরত পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী নারীরা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ডোমার উপজেলা শাখার সভাপতি গোলাম কুদ্দুস আইয়ুব এর নেতৃত্বে সোমবার (২১ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমের হাতে ভুক্তভোগীরা এ স্মারকলিপি তুলে দেন। এ সময় সমিতির খপ্পড়ে পড়া ৫শতাধিক নারী কর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডোমার বাজার ভোগ্যপণ্য সমবায় সমিতির কর্মী বানিয়ে বিভিন্ন লোভনীয় প্রস্তাবে হাজারো নারীর কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয় ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা। এরমধ্যে গত শনিবার (১২ ডিসেম্বর) ৩৫ লাখ টাকা নিয়ে সংগঠনের ক্যাশিয়ারসহ দুইজন ট্রেইনার পালিয়ে যায়। ওই প্রতিষ্ঠানের সভাপতি ও পরিচালক নিজেরাই থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন। এসময় হাজারো নারীকর্মী ও ভুক্তভোগী ডোমার থানায় উপস্থিত হয়ে টাকা ফেরতের দাবি জানান। সবার টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে এক কোটি টাকার চেক ও নগদ ছয় লাখ টাকা উপজেলা সমবায় অফিসার নুরুজ্জামান খানের নিকট জমা দেন এবং থানায় মুচলেকা দিয়ে মুক্ত হন সংগঠনের সভাপতি আদম মালিক ও পরিচালক মামুন রহমান। পরদিন সকাল থেকে সদস্যদের টাকা ফেরত দেওয়ার কথা বলে ওই রাতে আদম মালিক ও মামুনকে অসুস্থ দেখিয়ে কিছু দূস্কৃতকারী মিথ্যা নাটক সাজিয়ে তাদের তুলে নিয়ে যায়। সেই থেকে তারা দুজন আত্মগোপন করেছে।
বিষয়টি নিয়ে গত সোমবার (১৪ ডিসেম্বর) বিকালে ডোমার বাজার রেলঘুন্টির মোড়ে দুই ঘন্টাব্যাপি সড়ক অবরোধ করে তারা। শেষে ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান অবরোধস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আইনি সহায়তা প্রদানের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়। বিষয়টি সমাধান না হওয়ায় গত শনিবার (১৯ডিসেম্বর) সকাল ১১টায় শত শত নারী ডোমার বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে রাস্তা অবরোধ করে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এরই ধারাবাহিকতায় আজ স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।