আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
টানা ৫দিনের বৃষ্টিপাতের কারণে নীলফামারীর ডোমার পৌরএলাকাসহ উপজেলার সর্ব সাধারণের জীবনযাত্রা বিপন্ন হয়ে পড়েছে। অসময়ে বৃষ্টিপাতের কারণে কৃষকের আমন ধান বড় ধরনের ক্ষতির দ্বারপ্রান্তে।
বন্যার কবলে মৎস্যচাষীদের মৎস্যঘের, কৃষকের শাক-সব্জির খেতখামার নষ্ট হচ্ছে। দিনমজুর ও খেটে খাওয়া মানুষ চরম বিপাকে পড়েছে।
সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, নিম্নাঞ্চলে অনেক রাস্তাঘাট পানিতে তলিয়ে গেছে। গৃহস্থালিতে পানি উঠায় গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিয়েছে। উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন, মাধ্যমিক শিক্ষা অফিস,উপজেলা খাদ্যগুদাম,সাব-রেজিস্ট্রী অফিস, ভূমি অফিস, পল্লী সঞ্চয় ব্যাংক পানিবন্দি হওয়ায় অফিস আগতরা পড়ছে বিড়ম্বনায়। নদী ভাঙনের মুখে ডোমার কেন্দ্রিয় শ্মশানঘাট, দু’মুখা গঙ্গমাতা মন্দির। যে কোন সময়ে মন্দিরটি নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে। অপরদিকে বোড়াগাড়ী, জোড়াবাড়ী, গোমনাতী এলাকার অনেক মৎস্য চাষীদের লক্ষ লক্ষ টাকার মাছ বেরিয়ে গেছে এবং অনেক ধান ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। ডোমার পৌরসভার ৪ ও ৮নং ওয়ার্ডের প্রায় ২শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন বিভিন্ন এলাকা পরিদর্শন করে এবং দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনম জানান, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করা হয়েছে। রাস্তা-ঘাট কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। চলাচলের জন্য তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। পানিবন্দিদের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনা খাবার বিতরণ করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।