আনিছুর রহমান মানিক ডোমার , নীলফামারী >>
নীলফামারীর ডোমারে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের ভাতাসমূহ ডিজিটাল উপায়ে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধিদের ভাতা প্রদানের সচেতনতামূলক কর্মসুচি শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (৩সেপ্টেম্বর) সকাল ১১ টায় ডোমার পৌর ভবন হলরুমে, এটুআই প্রোগ্রাম,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় পৌর মেয়র মনছুরুল ইসলাম দানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। বিশেষ অতিথি হিসেবে প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফিরোজুল ইসলাম, ফিল্ড সুপারভাইজার আবু হোসেন, পৌর কাউন্সিলর আব্দুর রাজ্জাক রাজা, আখতারুজ্জামান সুমন, শফিক বিন মোর্শেদ তরুন, সামিউল ইসলাম, হাবিবুর রহমান হাবিব, সংরক্ষিত কাউন্সিলর উম্মে কুলসুম, ভারতী রানী প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তাগণ বলেন, ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের নিজ ইউনিয়নে বায়োমেটিক পদ্ধতিতে ভাতা প্রদান করা হবে। ১৯৯৬-৯৭ অর্থ বছরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সর্ব প্রথম ১৫ লক্ষ ভাতা ভোগীদের মাঝে প্রতি মাসে ১শত টাকা করে ভাতা কর্মসূচি চালু করেন। এরই ধারাবাহিকতায় ২০১৯-২০অর্থ বছরে এসে ৭৫লক্ষ ভাতা ভোগীদের প্রত্যেকেই প্রতি মাসে ৫ শত টাকা করে সুবিধাভোগী ভাতা চালু করেন। উক্ত সেমিনারে প্রায় ১৩০জন ভাতাভোগী অংশ গ্রহণ করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।