আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আ’লীগের উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক স্মরণে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক ফাউন্ডেশন আয়োজিত রোববার ( ১লা মে) সকাল ১১টায় ডোমার মহিলা ডিগ্রি কলেজ হলরুমে ফাউন্ডেশনের সভাপতি আনজারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু। আমরিন নাহার হক গোধূলি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নুরন নবী, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক আনিছুল হক গোল্ডেন, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবু, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক আল আমিন রহমান, ডোমার সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি মিজানুর রহমান সোহাগ প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনা শেষে এলাকার ডের শতাধীর দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদের উপহার খাদ্য সামগ্রী হিসেবে সেমাই, চিনি, আটা, পোলাওর চাল, দুধ, সুজি, সাবানসহ নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধা লুৎফল হক এর পরিবারের বুলবুলি হক, নুরুন নাহার, রিয়া আক্তার হুমায়রা, আনিকা তাহসিন স্বর্ণা, নজীবুল হক, আশরাফুল হক সন্ধি, আইরিন নাহার হক গ্লোরী, নিশাত তাসনিম সুহি, জিলান, মুন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।