আনিছুর রহমান মানিক ডোমার (নীলফামারী ) প্রতিনিধি :
নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০জানুয়ারি) বিকালে পৌর এলাকার কাজী পাড়ায় তার নিজ বাস ভবনে দোয়া মাহফিলের আয়োজন করেন তার পরিবারের লোকজন।
শনিবার (১৮ জানুয়ারি) রাত ১১টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরদিন রোববার দুপুর ২টায় ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে কাজীপাড়া মসজিদ সংলগ্ন কবর স্থানে দাফন করা হয়। এর আগে ডোমার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অর্নার প্রদান করেন। উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশার (ভূমি) মনোয়ার হোসেন, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরননবী, পৌর কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের পক্ষ থেকে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। সিরাজুল ইসলাম উক্ত এলাকার মৃত আরেফ আলী সরকারের ৩য় পুত্র ও ডোমার মহিলা ডিগ্রি কলেরে অধ্যক্ষ শাহিনুল ইসলাম বাবুর চাচা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৩ পুত্র, ৩ কন্যা সস্তান, ১০জন নাতী- নাতনী সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।