নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলায় বিয়ের দাবিতে গত দুই দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছে এক প্রেমিকা।সোমবার(৬ এপ্রিল) বিকেলে ঘটনাস্থলে গেলে জানা যায়,গত রবিবার(৫ এপ্রিল)বিকেলে হতে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শালমারা কামারপাড়া এলাকার সুদেন রায়ের ছেলে সুমন রায় অর্পনের (২৪) বাড়িতে সে অবস্থান নেয়। প্রেমিকা মেয়েটি ঢাকার বেসরকারি গার্মেন্টস কোম্পানীতে চাকরি করেন। প্রেমিক সুজন ও প্রেমিকা মেয়েটি দুজনে প্রতিবেশী।
বিয়ের দাবিতে অবস্থান করা মেয়েটি জানান, সুমন আর আমার ছয় মাস হতে প্রেমের সম্পর্ক। সে বিয়ের কথা বলে একাধিকবার আমার সাথে শারীরিকভাবে মেলা-মেশা (ধর্ষণ) করেছে।
কিন্তু এখন অন্যত্র বিয়ের জন্য কনে দেখে বেড়াচ্ছে। তাই আমি বিয়ের দাবিতে সুমনের বাড়িতে অবস্থান নিয়েছি।
তবে প্রেমিক সুমন বলেন, মেয়েটির সঙ্গে তার কোন প্রকার সম্পর্ক ছিলনা। তবে সে আমার প্রতিবেশী।
হরিণচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ছেলে- মেয়ের বিয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। মেয়ের পরিবার ছেলের পরিবারের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।