আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও দম্পতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পুষ্টি সন্বয় কমিটির আয়োজনে জানো প্রকল্পের সহযোগিতায় বুধবার (০২ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে হতে বর্ণাঢ্য র্যালি বের করে এলাকার সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা ও দম্পতি সমাবেশে মিলিত হয়। স্বাস্থ্য পরিদর্শক আল-আমিন রহমানের সঞ্চালনায় উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী’র সভাপতিত্বে অতিথি হিসেবে পরিবার পরিকল্পনা কর্মকর্তা তবিবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাহিদা তাসনিম হিমি, জানো প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক পোরশিয়া রহমান, উপজেলা ম্যানেজার মইন উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্স ও জানো প্রকল্পের কর্মকর্তাসহ নবজাতক শিশু, মা ও দম্পতিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জয়েন্ট এ্যাকশন নিউট্রিশন আউটকাম জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়ন ও অষ্ট্রিয়ার ডেভেলাপমেন্ট কর্পোরেশন এর অর্থায়নে কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) রংপুর ও নীলফামারী জেলায় সরকারের জাতীয় পুষ্টি পরিকল্পনা বাস্তবায়নে সহায়তা করে এলাকায় ব্যাপক সাড়া জাগিয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।