আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বিশেষ অভিযানে ৬জুয়ারীকে আটক করেছে ডোমার থানা পুলিশ।
শুক্রবার (৩মে) সন্ধ্যায় ডোমার থানার এসআই শহিদুল ইসলাম শহিদের নেতৃত্বে এএসআই ফারুক, শামসুল আলম উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া কাজীফার্ম এলাকার সেনপাড়া গ্রামে (তাস) জুয়া খেলার সময় উক্ত এলাকার মৃত যোগেশ সেনের ছেলে গোবিন্দ সেন (৫০), মৃত এছার উদ্দিন সরকারের ছেলে ইনছান আলী (৪৫), প্রাণ কিশোর রায়ের ছেলে হরিদাস সেন (৩৫), বেতগাড়া পশ্চিম পাড়ার মৃত শহর উদ্দিন সর্দ্দারের ছেলে আবদার আলী (৬০) নামে ৪ জনকে আটক করে। অপরদিকে রাতে এসআই আব্দুর রশিদের নেতৃত্বে এএসআই ইবনে দায়িদ, আমিনার রহমান অভিযান চালিয়ে জোড়াবাড়ী ইউনিয়নের দ্বারকামারী বাজার এলাকা থেকে মৃত কমলা কান্ত রায়ের ছেলে শ্রী তাপস চন্দ্র রায় (৩২) ও আবু বক্কর সিদ্দিকের ছেলে লিপন ইসলাম (৫০) কে আটক করে।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে শনিবার সকালে আদালতে পাঠানো হয়েছে। আমাদের মাদক, জুয়ার অভিযান অবাহত রয়েছে, অপরাধ নির্মুলে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।