প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১২:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১১, ২০২১, ৯:০৭ অপরাহ্ণ
ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

সুজন মহিনুল,নীলফামারী প্রতিনিধি।। নীলফামারীর ডোমারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসাদুজ্জামান হান্ড্রেড(৩২) নামে এক মাংস ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
নিহত হান্ড্রেড ডোমার শহরের পূর্ব চিকনমাটি এলাকার একরামুল হকের ছেলে।বুধবার(১১ আগস্ট)দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান তিনি।
নিহতের আত্মীয় সিরাজুল ইসলাম জানান, বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্থাপনে বোর্ডে কাজ করছিলেন। এ সময় বিদ্যুতায়িত হলে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান হান্ড্রেড।
বিষয়টি নিশ্চিত করেছেন ডোমার থানার ওসি (তদন্ত)সোহেল রানা জনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube