নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বকুল রহমান(৩২) নামের এক ইজিবাইক চালক নিহত হয়েছে।বৃহস্পতিবার(২৮ নভেম্বর)দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়নের ঝাককুয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বকুল একই গ্রামের আব্দুর রহমানের তৃতীয় ছেলে এবং দুই সন্তানের জনক।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বকুল গতকাল বুধবার(২৭ নভেম্বর) রাতে বাড়িতে ইজিবাইকের ব্যাটারী বৈদ্যুতিক লাইনে চার্জ দিয়েছিল। সকালে সংযোগ খোলার আগে ইজিবাইকটি কাপড় দিয়ে পরিস্কার করতে যায় সে। এ সময় অসাবধানতাবশত ব্যাটারীর সাথে সংযোজিত বৈদ্যুতিক তারের সঙ্গে হাত লেগে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরিবারের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। গোমনাতী ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।