আনিছুর রহমান মানিক (ডোমার-নীলফামারী) প্রতিনিধিঃ
“ফ্রান্সের পণ্য বর্জন করি,রাসুলের প্রেমে জীবন গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকাল ৩ টায় ডোমার বাজার বাটার মোড়ে ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের উদ্যোগে সম্প্রতি ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাসুল (সা.)এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সোনারায় জামিয়া ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুবক্কর সিদ্দিকের সভাপতিত্বে, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সৈয়দপুর দারুল উলুম মাদ্রাসার সিনিয়র সহকারী শিক্ষক ও ঈমান আকিদা পরিষদের উপদেষ্টা হযরত মাওলানা ইসমাইল হোসেন রিয়াজি।
এ সময় ঈমান আকিদা সংরক্ষণ পরিষদের সহ- সাধারণ সম্পাদক, ডোমার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাহমুদ বিন আলম, অর্থ সম্পাদক আকরামুজ্জামান, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, রবিউল আলম, ওমর ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় রাসুল (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনকারীকে রাষ্ট্রীয়ভাবে বিশ্বের সকল মুসলমানদের কাছে ক্ষমা চাইতে হবে। আমাদের নবী বলে গেছেন, পৃথিবীতে এমন এক দিন আসবে সারা বিশ্বের অমুসলিম কাফের ও জালিমরা মুসলমানদের ভয়ে গর্তের ভিতরে লুকাবে, তাদের ঠাঁই কোথাও হবেনা। পাশাপাশি ফ্রান্সের সকল পণ্য ক্রয় ও বিক্রয় বর্জন করার জোর দাবি জানান। মোনাজাত পরিচালনা করেন, ঈমান আকিদা পরিষদের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। জেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মুসলিম জনতার ঢল নেমেছে বিক্ষোভ সমাবেশে। শেষে বাটার মোড়ে ম্যাক্সোর কুশপুত্তলিকা দাহ করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।