আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ভিত্তি আলু বীজ উৎপাদন খামার বিএডিসি শ্রমিক ইউনিয়নের শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ ও কর্ম বিরতি কর্মসূচি পালন করেছে।
২০২৫ সালে অর্থ মন্ত্রনালয়য়ের চাপিয়ে দেওয়া নীতিমালা বাতিল পূর্বক কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ এবং নিয়ন্ত্রন নীতিমালা ২০১৭ বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
সোমবার (১৮আগস্ট) সকাল ৮টায় সকল শ্রমিক মাঠ থেকে একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে এলাকা প্রদক্ষিণ করে উপ-পরিচালক (খামার) এর কার্যালয়ের সামনে কর্ম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
এ সময় শ্রমিক নেতা নাসির উদ্দিন, হোসেন আলী, আমিনার রহমান, গোলাম রাব্বানী প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা ২০২৫ সালের অন্যায়ভাবে জোর পূর্বক চাপিয়ে দেওয়া নীতিমালা বাতিল করে ২০১৭ সালের নীতিমালা বাস্তবায়নের জোর দাবি জানান। দাবি না মানা পর্যন্ত তাদের এ কর্মসূচি চলমান থাকবে। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারী দেন শ্রমিক নেতারা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।