মো. আনিছুর রহমান মানিক, ডোমার,(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমারে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) এর সহযোগিতায় বা'ল্যবিয়ে প্রতিরোধ বিষয়ে সন্বনয় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত বুধবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রকল্পের নীলফামারী জেলা ব্যবস্থাপক (সেল্প) মাইকেল বাস্কে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নতুল ফেরদৌস হ্যাপি। প্রকল্পের এ্যাসোসিয়েট অফিসার লতিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, নারী ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা নুরুন নাহার শাহজাদী, ইউপি চেয়ারম্যান মোমিনুর রহমান, রাসেল রানা, শাখাওয়াত হাবিব বাবু, ফিরোজ কবির চৌধুরী, প্রেসক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, চিলাহাটি বিজিপির (ভারপ্রাপ্ত) কোম্পানী কমান্ডার আনোয়ারুল কাদের, এসআই কাজল কুমার রায় প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কিশোর- কিশোরী দলের সদস্যগণ উপস্থিত ছিলেন। সরকারের পাশাপাশি ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির (সেল্প) নারী ও শিশুর প্রতি স'হিংসতা ও বা'ল্যবিয়ে প্রতিরোধে ব্যপক ভূমিকা রাখছে। সমাজ পরিবর্তনে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।