আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বাল্যবিবাহ প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় মঙ্গলবার (২৪ ডিসেম্বর) উপজেলা পরিষদ হলরুমে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক আব্দুল মোতালেব সরকার, নীলফামারী। বিশেষ অতিথি হিসেবে, সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন, উপজেলা সাব-রেজিস্ট্রার শিরিনা আহম্মেদ, ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা হিন্দু কল্যাণ ট্রাস্টের ফিল্ড সুপার ভাইজার অনুপ কুমার কুন্ডু, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ বক্তব্য রাখেন। এ ছাড়াও অনুষ্ঠানে উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিবাহ রেজিস্ট্রার ও পুরোহিতগণ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিবাহের ক্ষেত্রে জন্ম সনদ পত্র, জাতীয় পরিচয় পত্র ও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষার সার্টিফিকেট প্রদান করে বিবাহ সম্পন্ন করা বাধ্যতামূলক। প্রত্যেক বিবাহ রেজিস্ট্রার (কাজী) ও পুরোহিতদের নিজ ইউনিয়ন পরিষদে অফিস নিয়ে বসার নির্দেশ প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।