আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বামুনিয়া বামুনিয়া অর্পণ যুব সংগঠনের উদ্যোগে বিভিন্ন হাট বাজারে হাত ধোয়ার স্থান তৈরি করা হয়েছে।
তিনটি অস্থায়ী ও একটি স্থায়ী হাত ধোয়ার স্থান নির্মাণ করা হয়। স্থানগুলো উদ্বোধন করেন বামুনিয়া ইউপি চেয়াারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট। এ সময় ইউপি সদস্য স্বপন মিয়া, জামাল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুফিয়া কামাল পিয়ারা, অর্পণ যুব সংগঠনের সভাপতি রিপন ইসলাম, প্রদীপ শিখা যুব সংগঠনের সভাপতি খোকন চন্দ্র রায়, তারুণ্যের প্রতিভা যুব সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম, দূরন্ত যুব সংগঠনের সভাপতি নাসরিন আফরোজ, দৃঢ় প্রত্যয় সংগঠনের সাধারণ সম্পাদক জেসমিন তারিফ জুঁই, দূর্বার যুব সংগঠনের সভাপতি জান্নাতুল মাওয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সহযোগিতায় বামুনিয়াা ইউনিয়ন পরিষদ এবং উদয়াঙ্কুর সেবা সংস্থা (ইউএসএস) ও অ্যাকশন এইড বাংলাদেশ। তিনটি স্থানের মধ্যে বামুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে (স্থায়ী), লাল বাজার, মুন্সির বাজার (অস্থায়ী) এবং নাটুয়াগঞ্জ বাজার (অস্থায়ী) স্থাপন করা হয়। স্থায়ী হাত ধোয়ার স্থান নির্মাণ কাজে ব্যয় ২০ হাজার টাকা এবং অস্থায়ী তিনটি স্থান নির্মাণ কাজে ব্যয় মোট ১৮ হাজার টাকা। করোনাকালীন হাট বাজারের লোকজন সেখানে গিয়ে হাত ধুয়ে করোনা মোকাবেলায় ভূমিকা রাখতে পারে সেই উদ্দেশ্যে এগুলো নির্মাণ করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।