আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী ডোমারে বসুন্ধরা কিংস-পুলিশ সুপার কাপ কাবাডি টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ আয়োজিত মঙ্গলবার বিকালে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন নীলফামারী-১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। ডোমার থানা অফিসার ইন্চার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোঃ আশরাফ হোসেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার মোঃ আতিকুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার উম্মে ফাতিমা, ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ, পৌরমেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা যুবলীগের আহবায়ক আমিনুল ইসলাম রিমুন প্রমুখ বক্তব্য রাখেন। পরে টিম লিডার এসআই গোলাম মোস্তার নেতৃত্বে প্রথম পর্বে জলঢাকা থানা ও ডোমার থানার খেলায় ডোমারকে হারিয়ে জলঢাকা বিজয়ী হয় এবং দ্বিতীয় পর্বে সৈয়পুর ও ডোমার থানা বাঘ সিংহের লড়াইয়ে ডোমার থানার কাবাডি দল চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।