আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বসত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় সব পু'ড়ে ছাই, মালামাল পো'ড়াসহ ৪টি গরুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে, উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি খামাত পাড়া গ্রামে।
জানা যায়, উক্ত গ্রামের মৃত মফিজ উল্লার ছেলে ফয়েজ উদ্দিনের বাড়িতে মঙ্গলবার রাত ৩টায় অগ্নিকাণ্ড ঘটে। মুহুর্তেই আ'গুনের লে'নিহান শিখা চতুর্দিকে ছড়িয়ে পড়ে। এতে করে ফয়েজ উদ্দিনের ৪টি ঘর, আসবাবপত্র,ধান, চাল, আলু, হাঁস, মুরগি, নগদ অর্থসহ সবকিছু পু'ড়ে ছাই হয়ে যায় এবং ৪টি গরুর মৃ'ত্যু হয়। সব মিলে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে সংশ্লিষ্ট ইউপি সদস্য ইসমাইল হোসেন জানান। বিদ্যুৎতের শর্ট সার্কিট থেকে আ'গুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করেন তারা। ঘটনার সময় ঘরের মালামাল বের করতে গিয়ে ফয়েজ উদ্দিনের শরীরের এক অংশ পু'ড়ে যায়। দ্রুত তাকে নীলফামারী আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন, ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ, সদর ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী, ইউপি সদস্য ইসমাইল হোসেন প্রমূখ। সেখানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনা খাবার ও কম্বল বিতরণ করা হয়। অপরদিকে, জন প্রতিনিধিগণ নিজ উদ্যোগে ভিকটিমদের আর্থিক সহায়তা প্রদান করেন। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মা'নবেতর জীবন যাপন করছেন। সরকারিভাবে সহযোগিতা পেতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।