আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বসতবাড়ী থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিণ চাঁন্দখানা শান্তিপাড়া গ্রামে মজিবর রহমান ওরফে উনাশি বুড়া (৬৬) এর বাড়ীতে চিলাহাটী তদন্ত কেন্দ্রের এসআই আব্দুস সালাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ওই বসতবাড়ী থেকে তাজা গাঁজার গাছ উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা চাষী মজিবর রহমান পালিয়ে যায়। ওই দিন রাতে পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় মামলা নং-২, তারিখ-০৭/০৬/২১ দায়ের করেন। মজিবর রহমান কেতকীবাড়ী ইউনিয়নের দক্ষিন চাঁন্দখানা শান্তিপাড়া গ্রামের মৃত নবির উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, মজিবর রহমান দীর্ঘদিন ধরে তার বসতবাড়ীতে এলাকার লোকজনের অগোচরে গাঁজা চাষ করে আসছে। উক্ত চাষাবাদকৃত গাঁজার গাছগুলো বিক্রির জন্য কর্তন করে। সংবাদ পেয়ে পুলিশ অভিযান চলায়। মজিবর গাছগুলো মরিচ ক্ষেতে ও পাশে কলা গাছের গোড়ায় লুকিয়ে রেখে চাষী মজিবর সু-কৌশলে পালিয়ে যায়।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান গাঁজার গাছ উদ্ধার ও মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।