আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বনবিভাগের এক বিট কর্মকর্তার স্বেচ্ছাচারিতায় এক হতদরিদ্র কৃষক তার জমি চাষ করতে পারছেনা। নানা দপ্তরে ধরনা দিয়ে প্রতিকার না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগী।
সরেজমিনে ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মৃত আজিজার রহমানের ছেলে এমদাদুল হক ৭৭২ নং খতিয়ানের বি,এস ৩৪০৩ খতিয়ানের এসএ ১২০১৪/৫১০ বি,এস ৯৭১ দাগে ৩৩ শতাংশ জমি মৃত বিনোদ চন্দ্র রায়ের ওয়ারিশ স্ত্রী ও কন্যার নিকট তাদের ভোগদখল থাকা অবস্থায় ক্রয় করে। পরবর্তীতে ওই জমিতে চাষাবাদ করতে গেলে বিট কর্মকর্তা রেজাউল করিম উক্ত জমি বনবিভাগের মিথ্যা দাবি করে ভুক্তভোগীর নিকট অন্যায় সুবিধা হাসিলের চেষ্টা করে। ভুক্তভোগী ওই অসাধু বিট কর্মকর্তার অন্যায় আবদারে পাত্তা না দেওয়ায় তিনি নানা সময় দলবদ্ধ হয়ে চাষাবাদে বাধা সৃষ্টি করেন। এরই ধারাবাহিকতায়, গত ৩১শে ডিসেম্বর শুক্রবার দুপরে এমদাদুল হক তার জমিতে চাষ করতে গেলে বিট কর্মকর্তা রেজাউল করিম অবৈধ জনতায় দলবদ্ধ হয়ে জমি চাষে বাধা দেয় এবং চাষাবাদে ব্যবহৃত উপকরণসহ জমিতে লাগানো বেড়া খুলে নিয়ে যায়।
এবিষয়ে ভুক্তভোগী এমদাদুল হক প্রতিবেদককে বলেন, বিট কর্মকর্তা রেজাউল কখনো নিজে, আবার কখনো লোক মারফত আমার নিকট ৫০হাজার টাকা দাবি করে। আমি তার অন্যায় দাবী প্রত্যাখান করলে সে পুলিশকে অন্যায়ভাবে ব্যবহার করে আমার বৈধ জমিতে চাষাবাদে ব্যাঘাত ঘটাচ্ছে। আমি নানা দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার না পেয়ে অবশেষে আদালতের দ্বারস্থ হয়েছি।
একাধিক ভুক্তভোগী নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদককে জানান, বন বিভাগের বন রক্ষক থেকে শুরু করে কর্মকর্তারা বনের জমি বহিরাগতদের অবৈধ ইজারা দিয়ে লক্ষ লক্ষ টাকা আয় করে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি ৭দিনের মধ্যে এসকল অবৈধ দখলদারের তালিকা তার দপ্তরে জমা দিতে বলেন। কয়েক মাস পার হলেও সে তালিকা আজও জমা হয়নি। অথচ আমাদের জমি প্রাইভেট ফরেস্টের তালিকায় থাকলেও নিজের জমিতে চাষ করতে পারছি না। আমাদের জমি মানুষ চাষাবাদ করছে, আমরা দেখছি। বনবিভাগের এটা চরম অন্যায় ও স্বেচ্ছচারিতা।
এবিষয়ে বিট কর্মকর্তা রেজাউল করিম তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা বনের জমিতে অবৈধ দখলদারকে উচ্ছেদ করেছি মাত্র।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।