আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে বণ্যপ্রাণি শিকারের দায়ে ৩জনকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড প্রদান করেছেন ভ্রম্যমাণ আদালতের বিচারক মনোয়ার হোসেন।
জানা যায়, শনিবার (৩১অক্টোম্বর) সকাল ১১টার দিকে ৩ জন শিকারী গ্রামের বিভিন্ন এলাকা থেকে বণ্যপ্রাণি শিকার করে। সংবাদ পেয়ে বন বিভাগের কর্মকর্তা রেজাউল করিমসহ অন্যান্য কর্মচারীগণ তাদের বোড়াগাড়ী নদীর পাড় হতে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ১৫টি বক ও ৬টি ডাহুক পাখী উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বণ্যপ্রাণি সংরক্ষণ আইন ২০১২ এর ৬/১ ধারা লঙ্ঘনে ৩৪ এর (ক) ধারা মোতাবেক ৩ শিকারীকে ৩দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সোনারায় ইউনিয়নের কুমবাড়ী ডাঙ্গা এলাকার মৃত কাল্টু মামুদের ছেলে ইউনুছ আলী (৪৮) ও তার ছেলে মহসীন আলী (২০), সদর ইউনিয়নের পঃ চিকনমাটি পাটাকাটা গ্রামের শহীদ ইসলামের ছেলে আনোয়ার হোসেন সাগর (৩০)। পরে সমস্ত পাখীগুলো অবমুক্ত করা হয়।
ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।