আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“রক্ত দানে হয়না ক্ষতি, জাগ্রত করে মানবিক অনুভূতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে (স্বেচ্ছাসেবী সংগঠন) স্টুডেন্ট ব্ল্যাড অর্গানাইজেশন অব-বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার আয়োজনে ফ্রি ব্ল্যাড গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ নভেম্বর) ডোমার সদর ইউনিয়নের পাগলা বাজারে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন, দেবীগঞ্জ সরকারী কলেজের প্রভাষক সন্তেষ কুমার রায়। স্টুডেন্ট ব্ল্যাড অর্গানাইজেশন অব-বাংলাদেশ, নীলফামারী জেলা শাখার সভাপতি মোহাম্মদ সলেমান বিন বাপ্পি’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম।
বিশেষ অতিথি হিসাবে, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব হাফিজুল ইসলাম হাফি, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুম আহম্মেদ, ডোমার পৌরসভার নব-নির্বাচিত কাউন্সিলর রুবেল ইসলাম, সমাজ সেবক নবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় সংগঠনের সহ-সভাপতি গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক দিদানুর ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাকিব ইসলাম, প্রচার সম্পাদক রায়হান ইসলাম, তথ্য বিষয়ক সম্পাদক নিরব হাসান রাতুল, পরিকল্পনা বিষয়ক সম্পাদক জুনায়েত আহমেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক মঞ্জুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক মারিয়া জাহানসহ সকল সদস্যগণ উপস্থিত ছিলেন। উক্ত ক্যাম্পে এলাকার সকল বয়সের প্রায় ৯ শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উল্লেখ্য,সংগঠনটি ২০১৮ সালে প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে বৃক্ষরোপণ কর্মসূচি, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা, মানুষের মাঝে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণসহ অদ্যাবধি প্রায় ৫ শতাধিক অসহায় ও দুঃস্থ রোগীকে রক্ত দান করে এলাকায় উ্জ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতে নীলফামারীর প্রতিটি উপজেলায় সংগঠনের শাখা কমিটি করে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন জেলা শাখার সভাপতি মোহাম্মদ সলেমান বিন বাপ্পি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।