আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে ফিলিস্তিনে ইসরাইলের হামলা ও হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা আয়োজিত মঙ্গলবার (১৮ মে) বিকালে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী হাটে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার মসজিদের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে। মাওঃ রবিউল আলমের সভাপতিত্বে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা সভাপতি প্রভাষক মাওঃ আব্দুল খালেক, অ্যাডভোকেট মামুন উর-রশিদ মামুন, শিক্ষক মাওঃ শামস উদ্দীন সিদ্দিকী, উলামা মাশায়েখ পরিষদ গোমনাতী ইউনিয়ন শাখার সভাপতি মাওঃ মঈন উদ্দিন, হাফেজ ইছা আলী, মনিরুজ্জামান আঙ্গুর প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তাগণ ইসরাইলের ইহুদিদের হাতে ফিলিস্তি মুসলিমদের উপর বরবর নির্যাতন, মসজিদে আকসায় নামাজরত অবস্থায় বোমা হামলা ও নির্মম হত্যা কান্ড বন্ধের জোর দাবি জানান তারা। শেষে নিহিত মুসলিমদের বিদাহী আত্মার মাগফেরাত কামনায় দেশ ও জাতির মঙ্গল কল্পে বিশেষ মুনাজাত করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।