আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“দূর্ঘটনা দুযোর্গ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ -২০২২ উপলক্ষে যান্ত্রিক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের আয়োজনে মঙ্গলবার (১৫ই নভেম্বর) দুপুরে ফায়ার স্টেশনের অফিস চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন ডোমার উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ।
প্রথমে যান্ত্রিক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নিবাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, ডোমার থানার অফিসার ইনচার্জ মাহমুদ উন নবী, হরিণচড়া ইউপি চেয়ারম্যান রাসেল রানা, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী, উপজেলা বিআরডিপি কর্মকর্তা আবু রাহাত সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় ডোমার মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, ডোমার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ওয়্যার হাউস ইন্সপেক্টর সাইয়েদ মোঃ ইমরান, টিম লিডার জয়নুল আবেদিন প্রমুখ বক্তব্য রাখেন।
সপ্তাহব্যাপি এলাকার বিভিন্ন জায়গায় কার্যক্রম হিসেবে অগ্নি নির্বাপণ মহড়া, স্কুল কলেজে ছাত্র/ছাত্রীদের দুর্যোগ মোকাবেলা ও অগ্নি নির্বাপনে করণীয় বিষয়ে ক্লাসসহ নানামূখী পদক্ষেপ নেয়া হয়েছে বলে কর্তৃপক্ষ জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।