আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রশিক্ষণ পরিকল্পনা প্রস্তুতি, দুর্যোগ মোকাবেলায় আনবে গতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২০ পালন করা হয়েছে।
ডোমারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রধান অতিথি হিসেবে দিবসটির শুভ সূচনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। পরে এক আলোচনা সভায় স্টেশন অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে টিম লিডার শাহাজান আলী প্রমুখ বক্তব্য রাখেন। প্রধান অতিথি অগ্নি প্রতিরোধ ও অগ্নি নির্বাপনসহ সকল দুর্যোগ মোকাবেলার বিষয়ে সরঞ্জাম ও ডিসপ্লে পরিদর্শন করেন। শেষে যান্ত্রিক র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
স্টেশন অফিসার ফরহাদ হোসেন জানান, দুর্যোগ- দুর্ঘটনায় জীবন ও সম্পদ রক্ষার মাধ্যমে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা, গতি, সেবা ও ত্যাগ আমাদের মূলমন্ত্র। দুর্যোগ মোকাবেলায় আমরা দৃঢ় প্রতিজ্ঞ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।