আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে প্রসূতি মা ও শিশুদের মাঝে কম্বল বিতরণ করে ল্যাম্ব-প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সোমবার (৮এপ্রিল) দুপুরে ডোমার সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের হলরুমে সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানুর সভাপতিত্বে অতিথি হিসাবে, ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, নারী নেত্রী তৌহিদা জ্যোতি, আসমা সিদ্দিকা বেবী, ইউপি সদস্য রিতা আক্তার উপস্থিত ছিলেন। এ ছাড়াও ল্যাম্ব শো প্রকল্পের টেকনিক্যাল কোর্ডিনেটর জীবন কুমার পোদ্দার, ফিল্ড কোর্ডিনেটর এডওয়ার্ড বিশ্বাস, এফপিআই নুরুজ্জামান রুপক প্রমূখ বক্তব্য রাখেন। গ্লোবাল এ্যাফেয়ার্স ক্যানাডার অর্থায়নে, ল্যাম্ব প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় উক্ত স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সন্তার প্রসবকারী ৬৭জন প্রসূতি মা ও শিশুদের মাঝে ১শত ১৪টি কম্বল বিতরণ করা হয়। ল্যাম্বের এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকার সচেতন মহল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।