আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনের হস্তক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেলো মনি আক্তার।
ঘটনাটি উপজেলার জোড়াবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বেতগাড়া গ্রামে। জানা যায়, উক্ত গ্রামের নূর আলমের স্কুল পড়ুয়া কন্যা মিরজাগঞ্জ দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী মনি আক্তার এর সাথে একই ইউনিয়নের মিরজাগঞ্জ পাইকার পাড়া গ্রামের দেলোয়ার হেসেনের ছেলে ওমর ফারুক এর বিয়ের দিন তারিখ ঠিক হয় গত রোববার। রাত ৯টায় চুপি সারে বিয়ের পরিকল্পনা করেন তারা। বর বেশে বরযাত্রী আসবে কনের বাড়ীতে। কিন্তুু বাঁধ সাধে নিয়তি। ওই দিন বিকালে এলাকাবাসী উপজেলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনোয়ার হোসেনকে মনির বাল্য বিয়ের বিষয়টি জানায়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আজিজুল হক বুলু ও গ্রাম পুলিশকে বাল্য বিয়ে বন্ধের নির্দেশ দেন। ইউপি সদস্য ও গ্রাম পুলিশ রবিউল ইসলাম কণের বাড়িতে গিয়ে মনির বাবা ও মাকে বাল্য বিয়ে আইনত দন্ডনীয় অপরাধ বিষয়ে বুঝিয়ে ইউপি সদস্য ২জন গ্রাম পুলিশ উপস্থিত থেকে বিয়ে বন্ধ করে দেয়। প্রশাসনের হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ হওয়ায় সাধুবাদ জানান এলাকার সচেতন মহল।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।