আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“এসেছে পল্লীর শুভ দিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে প্রধানমন্ত্রী ঘোষিত কোভিড-১৯ ক্ষতিগ্রস্ত পল্লী উদ্যোক্তাদের মাঝে বিআরডিবি’র প্রণোদনার এসএমই ঋণের চেক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মালেক সরকার, ডোমার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবু ফাত্তাহ কামাল পাখি, ডোমার প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক মোসাদ্দেকুর রহমান সাজু, দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান হিল্লোল প্রমুখ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কর্মকর্তা রাকিবুল আহমেদ চৌধুরী জানান, উদকনিক প্রকল্পের ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে মোবাইল সার্ভিসিং এন্ড ইলেকট্রনিক্স, হস্তশিল্প ও টেইলারিং কর্মকান্ডের সাথে সম্পৃক্ত এবং কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাত্র ৪% সুদে এই ঋণ প্রদান করেছে। যাতে করে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তারা আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে এবং অর্থনীতির গতি ফিরিয়ে আনতে ও সচল রাখতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিরলসভাবে তাদের কর্মকান্ড পরিচালনা করছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।