আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“আর কোন ভাবনা নয়, নিরাপদ ডেলিভারী সব সময়” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রকল্প সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে।
ল্যাম্ব কর্তৃক বাস্তবায়িত স্ট্রেংদেনিং হেলথ আউটকামস্ ফর ওমেন এন্ড চিলড্রেন (শো) প্রকল্পের আওতায় সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টায় ডোমার উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা’র সভাপতিত্বে অতিথি হিসেবে উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, সহকারী প্রকল্প ব্যবস্থাপক মাহমুদুল হক চয়ন, বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, পাঙ্গা মটুকপুর ইউপি চেয়ারম্যান এমদাদুল ইসলাম, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. এএইচএম আব্দুল আজিজ, নারী নেত্রী আছমা সিদ্দিকা বেবী প্রমুখ বক্তব্য রাখেন। প্রকল্পের অগ্রগতি ও অর্জিত ফলাফল উপস্থাপন করেন টেকনিক্যাল কোঅর্ডিনেটর জীবন কুমার পোদ্দার। গ্লোবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় মা ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা কার্যক্রম কে সহযোগিতা করতে অত্র উপজেলায় ২০১৬ সাল হতে ল্যাম্ব শো-প্রকল্প কাজ করে যাচ্ছে এবং ৩১ ডিসেম্বর ২০১৯ এ প্রকল্পের সকল কার্যক্রম সমাপ্ত হবে। মা ও শিশু স্বাস্থ্য নারী উন্নয়ন ও জেন্ডার বৈষম্য দূরীকরণে বেসরকারি সংস্থা ল্যাম্ব শো প্রকল্প ব্যাপক সফলতা অর্জন করেছে বলে অনুষ্ঠানের সভাপতি জানান। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ফিল্ড কোঅর্ডিনেটর আব্দুস সালাম। শেষে উক্ত অনুষ্ঠানে হতদরিদ্র উপকারভোগী ১৬ জন প্রসূতি মাকে আর্থিক সহযোগিতার চেক প্রদান করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।