আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পৈত্রিক বসতভিটা ফেরত পেতে আদালতে মামলা দায়ের করেছে ৪ বোন।
ঘটনাটি ঘটেছে উপজেলার হরিণচড়া ইউনিয়নের শেওটগাড়ী দোলাপাড়া গ্রামে।
মামলা সূত্রে জানা যায়, উক্ত গ্রামের সাবু মামুদের ছেলে সমশের আলী এসএ- ১০৩ ও বিএস ৫০৫ মূলে জমির মালিক। সমশের আলীর মৃত্যুতে তার ছেলে ও মেয়ে উত্তরাধিকার সূত্রে মালিকানা অর্জন করে। অপরদিকে মৃত সমশের আলীর ছেলে আবুল হোসেন তার বোনদের না জানিয়ে গোপনে তাদের বাবার পুরাতন বসতভিটা গাছ পালাসহ প্রতিবেশী ছপির উদ্দিন হিয়ালুর ছেলে সাহাবুল ইসলাম হাবুলের কাছে ৫শতক জমি গত ০২/০৬/২০২০ তারিখে বিক্রি করে। পরে আবুল হোসেনের ৪ বোন রশিদা, সহিদা, শাহিদা ও সামসুন নাহার বিষয়টি জানতে পেরে উক্ত জমি ফেরত পেতে ০১/০৯/২০২০ইং তারিখে জেলার বিজ্ঞ সহকারী জজ আদালতে অগ্রক্রয়ের দাবিতে মামলা নং-০২/২০২০ দায়ের করে। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিবাদীগণের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করেন যাতে আগামী ১৫/১০/২০২০ তারিখে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন। অপরদিকে আদালতের নোটিশ পাওয়ার পরে সোমবার (২১ সেপ্টেম্বর) সাহাবুল ইসলাম হাবুল তরিঘরি করে বসতভিটার গাছ পালা কেটে ঘর নির্মাণ করতে থাকে। উক্ত মামলার বাদী ৪বোন তফশীল বণিত কবলার পোন, ক্ষতিপূরণসহ সকল শর্ত মেনে পিতার পৈত্রিক বসতভিটা ফেরত পেতে চান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।