আনিছুর রহমান মানিক, ডোমার, নীলফামারী প্রতিনিধিঃ
সারা বাংলাদেশে হঠাৎ করে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশিত হওয়ার সাথে সাথে ডোমার উপজেলার পেট্রোল পাম্পগুলোতে মানুষের উপচেপড়া ভিড় জমেছে। এমতাবস্থায় রাত ১০টা থেকে পাম্পগুলোতে তেল কিনতে উপচে পড়া মানুষের ভিড় লক্ষ্য করার মতো। কারণ রাত ১২টার পর থেকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হবে জ্বালানি তেল। তাই রাত ১২টার আগেই তেল কিনতে পাম্পগুলোতে হাজার হাজার মানুষকে হুড়োহুড়ি করতে দেখা গেছে।
শুক্রবার সরকার ঘোষিত পূর্বের দামের চেয়ে বর্তমান নতুন করে জ্বালানি তেলের দাম রাত ১২টার পর কার্যকর হওয়ার ঘোষণায় পাম্পগুলোতে তেল কিনতে হাজার হাজার মানুষের ভিড় জমেছে। নতুন দাম নির্ধারণ হওয়ায় প্রতি লিটারে ডিজেল এবং কেরোসিনে বেড়েছে ৩৪ টাকা পেট্রোলে বেড়েছে ৪৪ টাকা এবং অকটেনে বেড়েছে ৪৬ টাকা। এছাড়াও পেট্রোল প্রতি লিটার পূর্বের দাম ছিল ৮৬ টাকা রাত ১২টার পর থেকে নতুন মূল্যে বিক্রি হবে প্রতি লিটার ১শত ৩০ টাকা, ডিজেল পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমান নির্ধারিত মূল্য ১শত ১৪ টাকা। কেরোসিন পূর্বের দাম ছিল ৮০ টাকা বর্তমানে নির্ধারিত হয়েছে ১শত ১৪ টাকা অকটেন পূর্বের দাম ছিল ৮৯ টাকা এখন দাম বেড়ে হয়েছে ১শত ৩৫ টাকা।
উপজেলার আমিনা ফিলিং স্টেশন এবং ডোমার ফিলিং স্টেশন পাম্পে তেল কিনতে আসা অনেকের মধ্যে অনেকেই জানায়, হঠাৎ করে জ্বালানি তেলের দাম এতোটা বৃদ্ধি হওয়ার বিষয়টিকে তারা সহজভাবে মেনে নিতে পারছেনা। তাদের কথা অস্বাভাবিক হারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি হওয়ায় তারা মনে করছে বাংলাদেশ সরকারের বড় সাফল্য পদ্মা সেতু নির্মাণের দায়ভার আমাদের মতো সাধারণ জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে, এমন প্রশ্ন এখন সকলের মুখে মুখে।
সরেজমিনে দেখা গেছে, আজকে থেকে নতুন করে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ হওয়ায় সড়কে গাড়ি চলাচলে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। একদিকে তেলের মূল্য বৃদ্ধি অপরদিকে ভাড়াও কোন কোন ক্ষেত্রে দ্বিগুণের চেয়েও বেশি আদায় করছেন। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।