আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দশমিতে পরিদর্শনে নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন।
সোমবার (৭অক্টোবর) দুপুরে ডোমার কেন্দ্রীয় হরি সভা মন্দির পরিশর্দন করেন তিনি। এ সময় পূজা উদযাপন পরিষদের আহবায়ক রাম কৃষ্ণ রায়, কেন্দ্রীয় হরি সভা মন্দিরের সভাপতি উজ্জল কাঞ্জিলাল, সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, অরুপ কুন্ডু, কমল সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক গনেশ আগরওয়ালা প্রমুখ উপস্থিত ছিলেন। রোববার (৬অক্টোবর) ভোররাত্রী থেকে চলছে মন্ডপে মন্ডপে পূজা পাঠ। তুলসি আরতি, শুভ অধিবাস ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরোহিত দিলিপ মজুমদার। নবমির দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। মায়ের আগমনে সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মাঝে সুখ শান্তি ফিরে আসুক এবং সকলের জীবনে কল্যাণ বয়ে আনুক এটাই প্রত্যাশা করেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাম নিবাস আগরওয়ালা জানান ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।