আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা অটোচো'র চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার এবং চো'রাই অটো উদ্ধার করেছে ডোমার থানা পুলিশ।
নীলফামারী জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার ডোমার (সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রেজওয়ানুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার (৫ অক্টোবর) নীলফামারী সদরসহ ডোমার এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় চো'রাই অটো ও মালামাল উদ্ধার করে পুলিশ। গ্রেফতাররা হলেন, উপজেলার হরিণচড়া ইউনিয়নের হংসরাজ বাবুপাড়া গ্রামের নিলচন চন্দ্র রায়ের ছেলে কেশব রায় (৩০), সোনারায় ইউনয়নের ডুগডুগি বড়গাছা ভাটিয়া পাড়া এলাকার গিয়াস উদ্দিনের ছেলে হেলাল উদ্দিন (৩৩), নীলফামারী সদর উপজেলার উত্তর চওড়া নয়াপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রফিকুল ইসলাম (২৮), তরণীবাড়ী পুকুরপাড় এলাকার শাহ আলমের ছেলে হাফিজুল ইসলাম (৩০), এবং একই এলাকার তরণীবাড়ী মাদ্রাসা পাড়ার ফরজ আলীর ছেলে রাশেদ খান মিলন (৩৩)। আসামিদের কাছ থেকে বাদীর চু'রি যাওয়া অটোরিক্সা ও মালামাল জব্দ করা হয়। এ বিষয়ে তাদের বিরুদ্ধে ৫ অক্টোবর ডোমার থানায় ৪৫৭/৩৮০ ধারায় মামলা নং- ০৪ দায়ের করে পুলিশ এস্কটের মাধ্যমে প্রিজন ভ্যানে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
ডোমার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম বলেন, 'আসামিরা সংঘবদ্ধ আন্তঃ জেলা অটো চো'র চক্রের সক্রিয় সদস্য। নিয়মিত মামলা দায়ের করে আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।