আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পুকুর খননের সময় প্রাচীন কালের একটি কৃষ্ণমূর্তি পাওয়া গেছে।
রবিবার (১৩ জুন) দুপুরে সোনারায় ইউনিয়নের যুবলীগ নেতা মজিবুল ইসলাম ও ব্যবসায়ী জাহিনুর ইসলামসহ মিলে ডোমার থানা পুলিশ প্রশাসনের কাছে মূর্তিটি হস্তান্তর করা হয়।
জানা যায়, গত শুক্রবার বিকালে উপজেলার সোনারায় ইউনিয়নের চিকারহাট নামক স্থানে আহম্মদ হোসেনের ছেলে রুবেল ইসলামের পুকুর খননের সময় সোনারায় টংবান্ধা এলাকার নুরুল হকের ছেলে সামুন ইসলাম পিতলের মূর্তিটি পায়।
মূহুর্তে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন এক নজর মূর্তিটি দেখার জন্য ভিড় জমায়।
সামুন জানান, প্রতিদিনের ন্যায় ট্রাক্টরে মাটি তুলতে যায় ওই পুকুরে। এ সময় ধাতব জাতীয় একটি মূর্তি বেরিয়ে আসে। মূর্তিটি এলাকার কয়েকজন ব্যক্তিকে দেখালে তারা কৃষ্ণমূর্তি বলে জানান। অনেকে মূর্তিটি ক্রয় করতে চাইলেও রাজি হয়নি সামুন। অর্থের লোভ না করে মূর্তিটি প্রশাসনের কাছে জমা দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। পরে মূর্তি পাওয়ার বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনমকে অবগত করেন সামুন ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম বলেন, মূর্তি পাওয়ার বিষয়টি আমাকে অবগত করেছে ,আমি সেটি থানায় জমা দিতে বলেছি। রবিবার দুপুরে ডোমার থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় ও এসআই সাইফুল ইসলাম সামুনের কাছে গেলে সামুন সকলের সামনে কৃষ্ণমূর্তিটি প্রশাসনের কাছে হস্তান্তর করে।
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, মূর্তিটি ওজন সাড়ে ১৭ ভরি। বর্তমানে আমাদের কাছে জমা রয়েছে। কর্তৃপক্ষের সাথে কথা বলে সরকারিভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।