আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে একই জায়গায় পাশাপাশি দুইটি মসজিদ থাকায় উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিরসনে সকল এলাকাবাসীকে নিয়ে বসে সমাধান করলেন ডোমার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজার রহমান।
জানা যায়, উপজেলা কেতকীবাড়ী ইউনিয়নের উত্তর কেতকীবাড়ী গোলাবাড়ী জামে মসজিদ নিয়ে রইসুল গ্রুপ ও রশিদুল মাস্টার গ্রুপের সাথে দীর্ঘদিন যাবত দ্বন্দ্ব চলে আসছে। যার কারণে অন্য একটি গ্রুপ পুরাতন মসজিদের পার্শ্বে আরেকটি নতুন মসজিদ নির্মাণ করে। পাশাপাশি দু’টি মসজিদ নির্মাণ করায় এলাকার মুসল্লীদের মাঝে প্রচন্ড ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। বুধবার (৭জুলাই) বাদ যোহর নামাজ শেষে ঘটনাস্থলে উভয় পক্ষকে নিয়ে বসেন ডোমার থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান। এ সময় ইউপি চেয়ারম্যান জহুরুল হক প্রামানিক দিপু, সাবেক চেয়ারম্যান মুরাদ প্রামানিক, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বকুল, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। আলোচনার মাধ্যমে বিষয়টি আপোস মীমাংসা করে দেন। এখন থেকে উভয় গ্রুপসহ এলাকার মুসল্লীরা একই সংঙ্গে একটি মসজিদে নামাজ আদায় করবে এবং একটি মসজিদ কমিটি গঠন করে দেয়া হয়। সেই কমিটি মসজিদের সকল কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করবে বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। মসজিদ নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব নিরসন করায় ওসির কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।