আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (পিবিজিএসআই) স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর আয়োজিত মঙ্গলবার (৩০ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ। পরে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস হ্যাপি’র সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে, পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, বেগম রৌশন কানিজ, জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ডোমার সরকারি কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ রাশেদুল হক, সোনারায় ইউপি চেয়ারম্যান গোলাম ফিরোজ কবির চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, খানকায়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি একেএম জাহাঙ্গীর বসুনিয়া রাসেল প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় মাধ্যমিক, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা পর্যায়ের শতাধিক শিক্ষক ও প্রতিষ্ঠান প্রধান, এসএমসির সভাপতিগণ অংশগ্রহণ করেন। স্মার্ট বাংলাদেশ গড়তে ও শিক্ষার মান উন্নয়নে সকল শিক্ষকদের পরামর্শ প্রদান করেন অতিথিগণ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।